“ন্যাকামি একটু কম করবেন… উজি চরিত্রের ন্যাকামি”, নেটিজেনদের কটাক্ষে ক্ষোভ উগড়ে দিলেন আরাত্রিকা

আরাত্রিকা মাইতি

মাত্র কুড়ির কোঠায় পা দিয়েই ছোটপর্দায়পরপর হিট ধারাবাহিকে দাপিয়ে কাজ করে চলেছেন আরাত্রিকা মাইতি। মুহুর্তে ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে উজি চরিত্রে দর্শকের মন জয় করেছেন আরাত্রিকা। এরআগেও ‘মিঠিঝোরা’র ‘রাই’ হয়ে ব্যাপক প্রশংসা পেয়েছেন অভিনেত্রী। তবে একজন অভিনেত্রী সবাইকে সন্তুষ্ট করতে পারবে এমনটা মনে করা ভুল।

কিছুদিন আগেই জোয়ার ভাঁটা ধারাবাহিকে অভিনয়ে নিয়ে নেটিজেনদের কটাক্ষের সম্মুখীন হন আরাত্রিকা। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই ছবি পোস্ট করে থাকেন আরাত্রিকা। অভিনেত্রীর কমেন্ট বক্সেই একজন লেখেন, ‘নাটকে ন্যাকামি একটু কম করবেন। তোমার জন্য সব প্ল্যান ভেস্তে যায়। আগেও রাই চরিত্রে অতিরিক্ত ন্যাকামি করতে। এখানেও উজি চরিত্রের ন্যাকামি আর ভালো লাগে না।’

তবে অভিনেত্রী অভিনয় প্রসঙ্গে এমন কটাক্ষ শুনে একেবাস্রেই চুপ থাকেননি আরাত্রিকা। অভিনেত্রী তার পালটা জবাবে লেখেন, ‘আমার নাম পাল্টে অন্যের বাড়ি গিয়ে অন্য পরিচয় থাকুন তো। দেখি কেমন পারেন। প্রাকটিক্যালি ভাবতে শিখুন। অভিনেত্রীর এই জবাবের সমর্থনে অনেকেই কমেন্ট করেছেন।’

প্রসঙ্গত, এই সপ্তাহে টিআরপি তালিকাতে দুর্দান্ত ফল করছে ‘জোয়ার ভাঁটা’। পর্দায় আরাত্রিকা ও শ্রুতির কেমিস্ট্রি যেমন জনপ্রিয়, তেমনি অফস্ক্রিন বন্ধুত্বও দর্শকদের নজর কেড়েছে। ফলে সমালোচনার মাঝেও অভিনেত্রীর জনপ্রিয়তা এতটুকু কমে যায়নি বরং বেড়েছে আরও বেশি।