বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী কন্যাকুমারী মুখোপাধ্যায়। । একাধিক ধারাবাহিকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। এই মুহূর্তে তাকে নিয়মিত দেখা যাচ্ছে দুগ্গামণি ও বাঘমামা সিরিয়া দামিনী চরিত্রে।
অভিনেত্রীর জীবনে নেমে এসেছে বড় বিপদ। রবিবার দুঃসংবাদ শেয়ার করে নিলেন। আর যা শুনে ভীষণ মন খারাপ তার ভক্তদের। কন্যাকুমারীর মা অসুস্থ। আর সেই আপডেট ভাগ করে নিলেন ভক্তদের সাথে।
কন্যাকুমারী মুখোপাধ্যায় ফেসবুক পেজে একটি সেলফি শেয়ার করে নেন। ছবিতে দেখা যাচ্ছে, কন্যাকুমারীর মা তার নাতনিকে নিয়ে বিছানায় শুয়ে রয়েছে। ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘কাল মায়ের বায়োপসি রিপোর্ট এল। না একেবারে রেহাই পাইনি। মা ম্যালিগ্যান্ট। কিন্তু স্টেজ ২। স্টেজ ২ তুলনামূলকভাবে ভাল স্টেজ। কারণ এতে চিকিৎসার সুযোগ আছে। কেমোথেরাপির মাধ্যমে ক্যান্সারের কোষগুলিকে ধ্বংস করে তাদের ফিরে আসার সম্ভাবনা কমানোর চেষ্টা। চেষ্টাই বলছি, কারণ সবটাই আরও বেশ কিছু দিক আছে। মায়ের ডায়েবেটিস এবং স্থূলতা নিয়ন্ত্রণ, এগুলোর উপর নির্ভর করে আছে। তারপরেও বলব অন্তত এতটা জলে পড়িনি যে আর কিছু করারই নেই। মায়ের জন্য একটু প্রার্থনা করবেন।’
এমন অবস্থায় ভেঙে না পড়ে অভিনেত্রীর লড়াকু মানসিকতার পরিচয় পেয়ে সকলে কুর্নিশ জানান।