সংগীত জগতের সাথে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বেশ জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। কাজের বাইরে ইমন খুবই সাধারণ একজন মেয়ে যে নিজের বাবা এবং স্বামীকে নিয়ে গুছিয়ে সংসার করতে ভালোবাসেন। কিন্তু আচমকাই গায়িকার জীবনে বড় অঘটন।
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় ইমনের পোস্ট ঘিরে শোরগোল নেটপাড়ায়। ইমনের পোস্টে লেখা, ‘মেয়েটার শরীরটা একটু খারাপ। তোমরা ওর জন্য একটু প্রার্থনা করো। ও যেন জলদি সেরে ওঠে। বুলি আমার মা। প্লিজ আপনার প্রার্থনা করুন।’
কার অসুস্থতায় চিন্তিত ইমন? জানা যাচ্ছে পরিবারের সদস্যের শারীরিক অবস্থা খারাপের কারনেই ইমনের এমন পোস্ট। আসলে ইমনের ছোট্ট জগতে আরও একজন সদস্য রয়েছে সে হল তার বাড়ির ছোট্ট পোষ্য।
নিজের সন্তানের মত করেই আদরের পোষ্য বুলিকে বড় করেছেন ইমন আর তাই তার শরীর খারাপে খুব স্বাভাবিকভাবে বিচলিত হয়ে পড়েছেন তিনি। শুধু পোষ্যই নয় ঠান্ডা জনিত কারনে অসুস্থ হয়ে পড়েছেন ইমনও। গলায় প্রচন্ড ব্যাথা।
গানটুকু বাদ দিয়ে বাকি সময় চুপ করে থাকতে হচ্ছে তাকে। বাড়িতে বেশিরভাগ সময় খাতায় লিখে কথোপকথন সারছেন তিনি। তবে যতই অসুস্থতা হোক না কেন, কাজের প্রতি বরাবরই মনযোগী সে। শীতের মরশুমে যে অনুষ্ঠানগুলি করার কথা ছিল তার সেই অনুষ্ঠানগুলিতে পারফর্মও করতে দেখা গিয়েছে ইমনকে।
View this post on Instagram

