‘দয়া করে প্রার্থনা করুন…’, অসুস্থ বাবাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাতর আর্জি অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ীর

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী

আচমকাই সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট করে খারাপ খবর জানালেন অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী। অভিনেত্রীর বাবা অসুস্থ। সেই খবর নিজেই ভাগ করে নিলেন এবং বাবার জন্য প্রার্থনা জানাতে অনুরোধ করলেন। কি হয়েছে অভিনেত্রীর বাবা’র?

নিজের ইনস্টাগ্রাম ষ্টোরিতে পোস্টে বাংলা মিডিয়াম খ্যাত অভিনেত্রী লেখেন, রবিবার আমার বাবার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছিল। একটি ধমনীতে দুটি স্টেন্ট স্থাপন করা হয়েছে এবং আজ তার বাইপাস সার্জারি করার কথা রয়েছে..এই মুহূর্তে, আমি তার চিকিৎসা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সম্পূর্ণ ব্যস্ত এবং আমি হয়তো ফোনে সাড়া দিতে বা মেসেজের তাৎক্ষণিক উত্তর দিতে পারব না। এই সময়ে আপনার বোঝাপড়ার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। যোগাযোগ করতে না পারার জন্য আমি অত্যন্ত দুঃখিত। যত তাড়াতাড়ি সম্ভব আমি আপনার সাথে যোগাযোগ করব… দয়া করে তাকে আপনার প্রার্থনায় রাখুন।”

অভিনেত্রী সম্পূর্ণা লাহিড়ী

তার পোস্ট দেখে স্পষ্ট সম্পূর্ণার বাবা অর্থাৎ অভিনেতা নীলাদ্রি লাহিড়ী হার্ট অ্যাটাকের কারণে হাসপাতালে ভর্তি। খবর সামনে আসার পর থেকে অভিনেতার সুস্থতার জন্য কামনা করছেন নেটিজেনরা।

প্রসঙ্গত, তারে আমি চোখে দেখিনি, ব্যোমকেশ , রবি ঠাকুরের গল্প‌, মহানায়ক, নজর, বাংলা মিডিয়াম এর মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে টেলিভিশন জগতে খ্যাতি পেয়েছেন সম্পূর্ণা। পাশাপাশি তিনি একাধিক ওয়েব সিরিজে কাজ করেছেন।