জীবনের সবচেয়ে বড় জয় উজানের! ‘আপনারা উজানকে আশীর্বাদ করুন’, ছেলের সাফল্যে গর্বিত বাবা কৌশিক গঙ্গোপাধ্যায়

কৌশিক গঙ্গোপাধ্যায়

জীবনের নতুন অধায়ে পা রাখল কৌশিক গঙ্গোপাধ্যায় ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ের পুত্র । ছেলের নতুন সাফল্যে গর্বিত কৌশিক গঙ্গোপাধ্যায়। ২০১৮ সালে ‘রসগোল্লা’ ছবির হাত ধরেই টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন কৌশিক পুত্র উজান। প্রথম ছবিতেই তার অভিনয় দক্ষতা সকলের মন জয় করে নেয়। আর হবেই না কেন উজানের রক্তেই যে অভিনয়।

‘লক্ষ্মী ছেলে’ ছবিতে কাজ করে উজানের ঝুলিতে আসে বেশ কিছু পুরস্কারও। শুধু অভিনয় নয়, ক্যামেরার পিছনেও কাজ করে উজান সেটা হয়তো অনেকেই জানেন না। আর সেই অক্লান্ত পরিশ্রমে এবার নিজের স্বপ্ন পূরণ করলেন তিনি।

নেটফ্লিক্সের সিরিজ ‘কুরুক্ষেত্র’-র পরিচালনা ও চিত্রনাট্য লেখার দায়িত্ব পালন করেছেন উজান। এই সিরিজের  সিরিজের প্রথম পোস্টার সামনে আসতে পোস্টারে উজানের নাম জ্বলজ্বল করছে। সন্তানের এই সাফল্যে প্রত্যেক বাবা-মায়ের কাছেই গর্বের।

‘কুরুক্ষেত্র’-র পোস্টার শেয়ার করে কৌশিক লিখেছেন, “সন্তান কোনও দিনই বাবা মায়ের কাছে বড় হয় না। তাই ছোটবেলার স্কুলের প্রথম দিনের আবেগ আর গ্র্যাজুয়েশনের ডিগ্রি পাওয়ার আনন্দের কোনও ফারাক পাইনি। আজ সকালে উঠে নেটফ্লিক্স সিরিজ ‘কুরুক্ষেত্র’-র প্রথম ঘোষণার পোস্টারের নিচে লেখা ‘লিরিক্স গুলজার’। আর তার ঠিক পাশেই ‘রাইটার ডিরেক্টর উজান গাঙ্গুলী’ নামটা দেখে বাবা মায়ের মনে যা ঘটতে পারে ঠিক তাই হচ্ছে!”

কৌশিক গঙ্গোপাধ্যায় আরও লেখেন, “আমি, চূর্ণী তো চিত্রনাট্য, পরিচালনা ও অভিনয় করছি। আজ উজানও অভিনয়ের গন্ডি পেরিয়ে চিত্রনাট্য ও পরিচালনায় তার দক্ষতা যাচাই করার বিরাট সুযোগ পেয়েছে। দীর্ঘ ৩ বছর মুখ বুজে অক্লান্ত পরিশ্রমের ফল আজকের এই দিনটা। অ্যানিমেশন হোক বা লাইভ অ্যাকশন ছবি, নেপথ্যে বহু মানুষের যৌথ লড়াই থাকে। তাঁদের প্রত্যেককে আমার ও চূর্ণীর তরফ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাই। আপনারা উজানকে আশীর্বাদ করুন যাতে ও ওর স্বপ্নের পথে এগিয়ে যেতে পারে ও নিজেকে আজীবন উজাড় করে দিতে পারে বিনোদনের কর্মজীবনে।”

 

View this post on Instagram

 

A post shared by Kaushik Ganguly (@kgunedited)