দুঃসংবাদ! ফের নক্ষত্রপতন, প্রয়াত জনপ্রিয় শিল্পী

হরিমাধব মুখোপাধ্যায়

ফের নক্ষত্রপতন, প্রয়াত জনপ্রিয় নাট্যকার হরিমাধব মুখোপাধ্যায়। গতকাল অর্থাৎ সোমবার রাত ৯টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৮৪।

শোনা যাচ্ছে, গত কয়েকদিন ধরে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বর্ষীয়ান শিল্পী। তার বাড়ির সামনে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি খারাপ হলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে আনা হয়।

হরিমাধব মুখোপাধ্যায়
ছবিঃ এই সময়

কিশোর বয়সে হরিমাধব বাবু নিজের বন্ধুদের নিয়ে তৈরি করেন নাট্যদল ‘তরুণতীর্থ’। মঞ্চস্থ করেছিলেন আগাথা ক্রিস্টির উপন্যাস অবলম্বনে তাঁর লেখা নাটক ‘দশ পুতুল’। মহাশ্বেতা দেবীর লেখা ‘জল’ ছোটগল্পটি পুরুলিয়ার স্থানীয় ভাষায় অনুবাদ করে নাট্যরূপ দেন তিনি। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর তাঁর ‘দেবাংশী’ নাটককে শ্রেষ্ঠ প্রযোজনার সম্মান জানিয়েছিল।

সূত্রঃ eisamay . com