অভিনেতা উদয় প্রতাপ সিংহ, বাংলা টেলিভিশন জগতের একজন জনপ্রিয় অভিনেতা। ‘মিঠাই’ ধারাবাহিকে রাতুল চরিত্রে অভিনয়ের হাত ধরে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন উদয়। ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে চয়নের ভূমিকায় পেয়েছেন দর্শকের অগাধ ভালোবাসা।
বাংলা ধারাবাহিকে সাইড রোল দিয়েই অভিনয় যাত্রা শুরু করেছিলেন উদয় প্রতাপ সিংহ। এই মুহুর্তে জি-বাংলার হিট মেগা ‘পরিণীতা’-য় রায়ানের চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান উদয়। শুধু অভিনয় নয়, তার ব্যক্তিত্ব ও ভাবনাচিন্তাও আলাদা করে নজর কেড়েছে দর্শকের।
সম্প্রতি অভিনেতার একটি মন্তব্যের কারনে ফের আলোচনায় উঠে এসেছেন উদয়। অভিনেতার কথায়, “সমস্যা জর্জরিত, হতাশ মানুষই অন্যের ভুল খোঁজে।” এই মন্তব্য অনেকের মন ছুঁয়ে গেলেও কিছু সমালোচকদের সমালোচনা কিন্তু থেমে নেই।
অনেকের মতে, অভিনেতার এই কথা বাস্তব জীবন থেকে পাওয়া অভিজ্ঞতার প্রতিফলন। তবে আত্মসমালোচনাই উন্নতির পথকে সহজ করে তুলতে পারে তা মনেপ্রানে বিশ্বাস করেন অভিনেতা।

