গত জুন মাসেই পরমব্রত চট্টোপাধ্যায়ের ঘরে নতুন সদস্য এসেছে। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন পরম পত্নী প্রিয়া চক্রবর্তী। নিজেরাই সেই সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন দম্পতি।
ছেলের নাম এখনো ঠিক না করলেও খুদেকে দুজনেই জুনিয়র বলে ডেকে থাকেন। কিছুদিন আগে পরমব্রত ছেলের ছবি সামনে আনলেও মুখ আড়ালে রেখেছিলেন।
এরপর প্রায় দেড় মাস হতে চলছে। আবারও সোশ্যাল মিডিয়ায় ধরা পরল মা-ছেলের মিষ্টি মুহূর্ত। ছেলের ছবি শেয়ার করে এবার লিখলেন ‘Mama’s Baby’।
তবে স্বামী পরমব্রতর পথেই হাঁটলেন প্রিয়া। ছেলের মুখ আড়ালে রেখে শুধুমাত্র হাতের ছবি দিলেন। পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, খুদে ধরে আছে মায়ের আঙ্গুল। ছবি দেখার পর ভালোবাসা ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
View this post on Instagram