ডিভোর্সের পর একা হাতে ছেলেকে মানুষ করা, সংসারের সমস্ত কাজ সামলানো সবটাই করেছেন পিঙ্কি ব্যানার্জী। চলতি বছরেই ১১ তে পা রেখেছেন ছেলে ওশ। আপাতত ছেলেকে নিয়েই ব্যস্ত পিঙ্কি। কিন্তু এবারে নতুন করে জীবন শুরু করতে চলেছেন পিঙ্কি।
ক্লিক-এর ‘বাড়ুজ্জে ফ্যামিলি’ প্রতি সপ্তাহেই নিয়ে আসছে নতুন চমক। বেশ কয়েক সপ্তাহ ধরেই নতুন পর্বগুলোয় এন্ট্রি নিচ্ছে একঝাঁক ছোটোপর্দার জনপ্রিয় তারকা। সেই তালিকায় এবার পিঙ্কি ব্যানার্জী। পিঙ্কির সঙ্গে নতুন পর্বে রয়েছে জনপ্রিয় কৌতুক অভিনেতা জয় প্রকাশ পাল। নতুন পর্বে পিঙ্কির উপস্থিতি আরও মজাদার করে তুলবে এই মেগা সিরিজকে।
পিঙ্কির কথায়, “ক্লিকের সঙ্গে এটা আমার দ্বিতীয় প্রজেক্ট। প্রথমটা ছিল ‘রূপকথার রেডিও,’ যেটা আজও রূপকথার মতোই লাগে। আর দ্বিতীয় হল এই সিরিজটি। যাকে ছাড়া সুখ, দুঃখ পায় আর যাকে সব শেষে খোঁজে সব্বাই! আমি হলাম দ্যা গ্রেট শান্তি। যাকে পেলে ভ্রান্তি, আর পেলে অশান্তি। আমি এখানে খুব মজার এক পরিচারিকার চরিত্র করেছি যে কানে কম শোনে, আর সেই সূত্রেই দম ফাটানো হাসির সব পরিস্থিতি তৈরী হয়!”
এটি মেগা সিরিয়ালের আদলে তৈরি মেগা সিরিজ যার প্রতিটা পর্বই হাস্য কৌতুকে ভরপুর নতুন এক একটা এপিসোড। ইতিমধ্যেই ‘বাড়ুজ্জে ফ্যামিলি’ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকের কাছে। প্রতি শুক্রবার দেখা যাচ্ছে এই সিরিজের পর্ব গুলি। দেখতে দেখতে প্রায় ৪০ টা এপিসোড পার করল এই মেগা সিরিজ।