আহির নয়, মল্লারের সঙ্গেই হিন্দি জনপ্রিয় গানে দুর্দান্ত নাচ পিলু’র, প্রশংসায় নেটিজেন

পিলু

জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পিলু’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছেন অভিনেত্রী মেঘা দাঁ এবং গৌরব রায় চৌধুরী। পিলু ও আহিরের রসায়ন ইতিমধ্যেই মন কেড়েছে দর্শকের।

‘পিলু’ ধারাবাহিকে কিছুদিন আগেই ভিলেন চরিত্রে এন্ট্রি নিয়েছেন মিঠাই খ্যাত সোম ওরফে ধ্রুব সরকার। যিনি ধারাবাহিকে মল্লার চরিত্রে অভিনয় করছেন। পর্দায় পিলু আর মল্লারের সম্পর্ক খুব একটা ভালো না হলেও তাদের অফস্ক্রিন বন্ডিং দারুন।

সম্প্রতি মল্লারের সঙ্গেই হিন্দি জনপ্রিয় গানে দুর্দান্ত নাচতে দেখা গেল পিলু অর্থাৎ অভিনেত্রী মেঘা দাঁ’কে। এই নাচের ভিডিওটি নিজের ইনস্টায় শেয়ার করেছেন অভিনেত্রী। জনপ্রিয় হিন্দি গান ‘বানকে তেরা যোগী’ গানে ঠুমকা লাগালেন ধ্রুব-মেঘা। বলাই বাহুল্য, তাদের এই নাচ অনুরাগীদের বেশ পছন্দ হয়েছে। দুজনকেই প্রশংসা জানিয়েছেন নেটিজেনরা।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here