বছর শুরুতেই কেউ বিয়ের সুখবর জানিয়েছেন, আবার কেউ মা হওয়ার খবর শেয়ার করে নিয়েছেন তো আবার কেউ নিজের সম্পর্কে শিলমোহর দিয়েছেন। যেমন অভিনেত্রী আয়েন্দ্রী রায়। নিজের প্রেমিকের ছবি সামনে এনেছেন।
হ্যাঁ, চুপিসারে প্রেম করছেন আয়েন্দ্রী। যিনি এই মুহূর্তে জি-বাংলার ‘ফুলকি’ ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন। এতদিন নিজের মনের মানুষকে লুকিয়ে রাখলেও বছর শুরুতে সকলের সামনে তাকে এনেই ফেলেন এবং নিজেদের সম্পর্কের শিলমোহর দিলেন। জানেন আয়েন্দ্রী মনের মানুষটি কে?
আর কেউ নয়, তিনি হলেন স্টার জলসার রাঙামতি তীরন্দাজের নায়ক নীলাঙ্কুর মুখোপাধ্যায়। হাঁ, নীলাঙ্কুরের সঙ্গেই প্রেম করছেন আয়েন্দ্রী। বছরের শুরুতেই দুজনে একসাথে ছবি দিয়ে পোস্ট করে লেখেন, ‘আমাদের তরফ থেকে জানাই হ্য়াপি নিউ ইয়ার! এই বছরটা আপনাদের জীবনে শান্তি নিয়ে আসুক, আনন্দে ভরে উঠুক জীবন। সব মুশকিলের সঙ্গে লড়াইয়ের শক্তিতে বলীয়ান হোন। ঘুরে দাঁড়ান যোদ্ধার তো। এই নতুন বছর যেন আপনার জীবনে প্রেম নিয়ে আসে, আর সুদ সমেত তা ফেরত দিন’।