
অভিনেত্রী দিব্যাণী মণ্ডল এখন বাংলা দর্শকের ঘরের মেয়ে। এই মুহূর্তে দর্শকের কাছে ফুলকি হিসাবেই পরিচিত। ফুলকি-কে দেখার জন্য দর্শক টিভির পর্দায় সন্ধ্যা থেকে অপেক্ষা করে থাকেন।
ফুলকি ধারাবাহিক দিব্যাণীর প্রথম অভিনীত ধারাবাহিক। তবে তার অভিনয় দেখে মনেই হয়না এটি তার প্রথম সিরিয়াল। নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জয় করেছেন খুব অল্প সময়ের মধ্যে।
ফুলকি ধারাবাহিকে খ্যাতি পাওয়ার পর এবার নতুন যাত্রায় পা রাখছেন দিব্যানী। হ্যাঁ, অভিনেত্রীর মুকুটে নতুন পালক জুড়ল। এবার বাংলাদেশি নাটকে ডেবিউ হতে চলেছে তার। বাংলাদেশি নাটকগুলি এপার বাংলা থেকে ওপার বাংলায় জনপ্রিয় ভীষণ। সূত্রের খবর, বাংলাদেশের পরিচালক প্রবীর রায় চৌধুরীর ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে দেখা মিলবে দিব্যাণীর। এই নাটকে সেখানকার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের সাথে স্ক্রিন শেয়ার করবেন ছোটপর্দার ফুলকি।