
অদ্রিজা রায় থেকে দেব চন্দ্রিমা সিংহ রায়, বর্তমানে অনেক বাঙালি অভিনেত্রী মুম্বইতে পাড়ি দিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন ছোটপর্দার আরও এক জনপ্রিয় অভিনেত্রী আয়েন্দ্রী রায়। সুদূর মুম্বাই পাড়ি দিলেন অভিনেত্রী। শুধু মুম্বই পাড়ি দেওয়া নয়, সেখানে একটি হিন্দি প্রজেক্টে কাজ শুরু করে দিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে সেই সুখবর প্রকাশ্যে আনলেন তিনি।
সম্প্রতি তার পরবর্তী কাজের চিত্রনাট্য ও নিজের কিছু ছবি শেয়ার করে আয়েন্দ্রী ক্যাপশনে লেখেন, ‘আমি স্বপ্নের শহর মুম্বইতে আছি। এখানে হিন্দিতে আমার প্রথম কাজ করছি। আমার প্রত্যাশার থেকেও বেশি কিছু পেয়েছি। কী কাজ সেটা বিস্তারিত পরে জানাবো…’
‘তবে আপাতত আমার এই সাফল্যের কথা এখন আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। তবে সব শেষে যখন পরিবার আপনার পাশে থাকে তখন আপনি চাপের সময়ও শান্তি অনুভব করেন। আগের দিন খুব নার্ভাস ছিলাম কিন্তু আজ প্রথম দিনের পর অনেকটা ভালো লাগছে।’
অভিনেত্রীর পোস্ট দেখে বোঝাই যাচ্ছে, বাংলা ছেড়ে বলিউডে ইতিমধ্যেই শুটিং সেরেছেন আয়েন্দ্রী। বলিউডে কোন মাধ্যমে কাজ করছেন তিনি, তা এখনও জানা যায়নি। পোস্টটি শেয়ার হতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
কিছুদিন আগেই জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে আয়েন্দ্রীকে একদম অন্য লুকে দেখেছেন দর্শক। এই মুহূর্তে স্টার জলসার ‘গীতা এলএলবি’-তে অভিনয় করছেন আয়েন্দ্রী।