ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী আভেরি সিংহ রায়। ফুলকি ধারাবাহিকে রোহিতের কাকিমার ভূমিকায় অভিনয় করে জিতেছেন দর্শকের মন। সিরিয়ালের পাশাপাশি একাধিক ওয়েব সিরিজেও কাজ সেরে ফেলেছেন।
তবে এবার স্বপ্নপূরণ হল আভেরির। বহুদিন ধরেই বড়পর্দায় কাজ করার স্বপ্ন ছিল তার। আর সেটাই পূরণ হল। উইনডোজ প্রোডাকশনের ‘আমার বস’ ছবির হাত ধরেই তার স্বপ্ন পূরণ হল।
অভিনেত্রীর পাশাপাশি আভেরির মা পাপিয়া সিংয়ের এটা বড় স্বপ্ন ছিল। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরেই আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী।
ইনডোজ প্রোডাকশনের সোশ্যাল মিডিয়া পেজে তার লুক পোস্ট হওয়ার পরেই সেই ছবি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করে লেখেন ‘জীবনে অনেক ইচ্ছে থাকে। ইচ্ছে পুরণ হলে মনে হয় যেন সত্যি সত্যিই পাহাড় সমুদ্র পেয়ে গেছি। ইচ্ছে- ছবিটি দেখার পর থেকেই মা বলতো তোকে যে কবে দেখবো Windows এর সিনেমা করতে…, নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর direction এ অভিনয় করতে…। দেখো মা! এমনই কিছু ঘটেছে! শুধু তাই নয় রাখিজির সাথে screen ও share করেছে তোমার মেয়ে।’