বাংলার সেরা ধারাবাহিক ‘ফুলকি’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেতা অভিষেক বসু এবং অভিনেত্রী দিব্যানী মন্ডল (Divyani Mondal)। এই ধারাবাহিকে প্রথম কাজ তার। নবাগতা হিসাবে দারুণ জনপ্রিয়তা পাচ্ছেন তিনি।
ধারাবাহিকে তার মনের মানুষ রোহিত হলেও বাস্তবে অন্য কেউ। চুপিসারে এক জনপ্রিয় অভিনেতার সঙ্গে প্রেম করছেন দিব্যানী। তার মনের মানুষটি জি-বাংলার চ্যানেলেই কাজ করছেন। কে তিনি?
ফুলকি থুড়ি দিব্যানীর মনের মানুষের নাম অভিনেতা ঋষভ চক্রবর্তী। যিনি ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে পিক্লু চরিত্রে অভিনয় করছেন। টেলি পাড়ার কানাঘুষো চুপিসারে নাকি প্রেম করছেন দিব্যানী ও ঋষভ। নিজেদের সম্পর্কের কথা প্রকাশ না করলেও তাদের একসাথে কাটানো কিছু মুহূর্তে ছবিগুলি নিশ্চিত করছে যে তারা সম্পর্কে রয়েছেন।