রুদ্র’র পর্দাফাঁস! রুদ্রকে পুলিশের হাতে তুলে দিল ফুলকি, ধারাবাহিকে নয়া মোড়

ফুলকি

বাংলা টেলিভিশনের একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ফুলকি’। প্রথম থেকেই এই ধারাবাহিক প্রথম স্থানে ছিল। তবে বেশ কয়েক সপ্তাহ ধরে টপার স্থান হারিয়ে এই মেগা।

ধারাবাহিকের সাম্প্রতিকতম এপিসোডে দেখা গেছে রুদ্রের মুখোশ খুলে গেছে বাড়ির সকলের কাছে। তার আসল উদ্দেশ্যে সকলের সামনে চলে এসেছে।

ফুলকি সহ রায়চৌধুরী বাড়ির সকলকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে রুদ্র। রুদ্র তাদের মৃত্যুর খবরে আনন্দে লাফিয়ে ওঠে। যদিও সকলে ভাগ্যক্রমে বেঁচে যায়।

ধারাবাহিকের শেয়ার করা প্রোমোতে দেখা গেছে, সভায় লাবুর ছবিতে মালা দিয়ে সকলের সামনে কান্নার মিথ্যা নাটক করে রুদ্র। ঠিক সেই সময় লাবু আর বাকিদের নিয়ে এগিয়ে আসে ফুলকি। রুদ্র তাদের দেখে চমকে ওঠে। এরপর প্রমাণ সহ রুদ্রকে পুলিশের হাতে তুলে দেয় ফুলকি।