রাধারানীর উপর ঘটা ষড়যন্ত্রের প্রতিশোধ নেবে ফড়িং, ‘আলতা ফড়িং’ ধারাবাহিকে আসছে নতুন চমক

আলতা ফড়িং

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি ‘আলতা ফড়িং’। সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে তেমন চর্চা না থাকলেও দর্শক যে টিভির পর্দায় দেখছে তা প্রমাণ মিলেছে টিআরপির তালিকায়। TRP-র লিস্টে আবার ভালো রেটিং আনতে গল্পে আসতে চলেছে নতুন টুইস্ট।

যারা ‘আলতা ফড়িং’ ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, ফড়িং-এর মতোই তার মা রাধারানীও জিমনাস্টিক চ্যাম্পিয়ন। কিন্তু মেয়ের জন্মের আগে থেকে জিমনাস্টিক ছেড়ে দিয়েছেন ফড়িং-এর মা। কারণ ফড়িং -এর মাকে অন্যায় ভাবে একাডেমী থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মায়ের এই অন্যায়ের প্রতিবাদেই রুখে দাঁড়িয়েছে মেয়ে।

এই মুহূর্তে গল্পে দেখানো হচ্ছে, ফড়িং এর হাত ধরেই আবার জিমনাস্টিক জগতে ফিরবে তাঁর মা। জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ফড়িংয়ের কোচ হবে রাধারানী। কিন্তু তা আটকাতে ভয়ংকর ফাঁদ পাতবে পৌষালী। ধারাবাহিকের নতুন প্রোমো অনুযায়ী, জিমন্যাস্টিকের একটি মেশিনের সামনে দাঁড়িয়ে ফড়িং। তাঁর মা বলে এটা খুবই সোজা। সেই মেশিনে জিমন্যাস্টিক দেখাতে গিয়েই রক্তে ক্ষতবিক্ষত হয় রাধারানী। কারণ পৌষালী ওই মেশিনটা আগে থেকে কেটে রাখে। স্বাভাবিক ভাবেই রাধারানী আহত হয়। এটা একটা ফাঁদ জানতে পেরে মায়ের রক্ত নিয়ে ফড়িং প্রতিজ্ঞা করে, সে এই অন্যায়ের প্রতিশোধ নেবে।

YouTube video player

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here