‘অভিনেতা হিসেবে হয়তো এখনো ভালো হয়ে উঠতে পারিনি, তাই পোস্টারে আমার মুখ থাকে না’, আক্ষেপ অভিনেতা খরাজ মুখোপাধ্যায়ের

খরাজ মুখোপাধ্যায়

গল্পের নায়ক না হলেও নিজের অভিনয়ে একাই একটা সিনেমাকে টেনে নিয়ে যাওয়ার ক্ষমতা তিনি রাখেন। তিনি খরাজ মুখোপাধ্যায়। শুধু টলিউড নয়, বলিউডে ‘লাগা চুনরি মে দাগ’, ‘যুবা’, ‘কহানি’, ‘কহানি টু’, ‘মেরে পেয়ারি বিন্দু’-র মতো একের পর এক সিনেমায় প্রশংসনীয় অভিনয়।

পর্দায় কখনো মানুষকে হাসিয়েছেন আবার কখনো কাঁদিয়েছেন, যেকোনো চরিত্রে তিনি সাবলীল। পর্দায় এই প্রাণবন্ত মানুষটিকে যে ভীষণ ভালোবাসেন বাঙালি দর্শক। তাই তো তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া। সিনেমার নায়ক না হয়েও প্রতিভায় কোনও অংশে কম নয় তিনি। তবে তাঁর পা যেন আজও মাটি ছুঁয়ে। কিন্তু এত ভালো একজন অভিনেতার জীবনে রয়ে গেল একটা আক্ষেপ।

সম্প্রতি এক বেসরকারি সংবাদমাধ্যমের কাছে নিজের আক্ষেপ তুলে ধরলেন অভিনেতা জানান, “শুভ বিজয়া সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সিনেমার পোস্টার প্রকাশ হওয়ার পর দেখলাম পোস্টারে আমি জায়গা পায়নি। ভাল অভিনয় করলেও, এখনও পোস্টারে আমার ছবি থাকে না। বোধহয় আমি এখনও ভাল অভিনেতা হয়ে উঠতে পারিনি। সিনেমা একটা ব্যবসা এখানে আমার মুখ বিক্রি হলে পোস্টারে নায়কের আগে ছাপা হবে”।

Source: aajkaal . in

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here