স্টার জলসার ‘এক্কা দোক্কা’ ধারাবাহিকে ‘রাধিকা’ চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সোনামণি সাহা। সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিক নিয়ে দর্শকের চর্চা হয়। এমনকি রাধিকা-পোখরাজের জুটি ভীষণ পছন্দের দর্শকের। তবে টিআরপি’র তালিকায় সেভাবে খেল দেখাতে পারছে না এই ধারাবাহিক।
সোনামণি সাহার আগের ধারাবাহিক ‘মোহর’ সব রেকর্ড ভেঙে দিয়েছিল। টানা বাংলার টপার ছিল এই ধারাবাহিক। ‘মোহরে’র টিআরপি’র ধারে কাছেও নেই ‘এক্কা দোক্কা’। এই প্রসঙ্গেই এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে দেখা গেল স্বয়ং রাধিকা চরিত্রে অভিনেত্রী সোনামণি সাহাকে।
সোনামণি বলেন, “পর্দায় সম্প্রচার হওয়ার আগে বেশির ভাগ মানুষ হটস্টারে দেখে ফেলছেন ধারাবাহিক। যার জন্য ‘এক্কা দোক্কা টিআরপি তালিকায় কম নম্বর পাচ্ছে। অনেক ক্ষেত্রে এটা-সেটার সঙ্গে হটস্টার বিনাপয়সায় পাওয়া যায়। জ়ি-এর ক্ষেত্রে তেমনটা হয়না। ওটা রিচার্জ করতে গেলে অনেক টাকা খরচ করতে হয়। তাই বাধ্য হয়ে জি-এর সিরিয়াল টিভিতে দেখেন মানুষ। আর আমরা টিআরপির কাউন্টিংয়ে পিছিয়ে থাকি”।
অভিনেত্রী আরও জানান, “স্টারের ব্যবসা তো টিআরপি থেকেই। সে ক্ষেত্রে টিআরপিতে বড় প্রভাব পড়ে। আমাদের শিল্পীদের চিন্তা বেড়ে যায়”।