“ধ্যাস্টামো জেঠু”! “লোকে আজও মনে রেখেছে…হয়তো অভিনয় এর সার্থকতা এখানেই…..”, বললেন অভিনেতা সুব্রত গুহ রায়

অভিনেতা সুব্রত গুহ রায়

বাংলার ছোটপর্দার অতি পরিচিত মুখ অভিনেতা সুব্রত গুহ রায়। তিনি এমন একজন অভিনেতা যার কোনও সমালোচক নেই। তাঁর অভিনয় দেখতে ভীষণ ভালোবাসেন মানুষ। বর্তমানে অভিনয় করছেন পরিণীতা ধারাবাহিকে।

এর আগে তিনি জনপ্রিয়তা পেয়েছিলেন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। এই ধারাবাহিকে তাঁর চরিত্র সবচেয়ে বেশি চর্চিত হয়েছিল। যা আজও মানুষ ভুলতে পারেনি। এই ধারাবাহিকের হাত ধরেই দর্শকের ভালোবাসায় তিনি নতুন নাম পেয়েছিলেন “ধ্যাস্টামো জেঠু”।

সম্প্রতি সেই স্মৃতি ভাগ করে নিলেন অভিনেতা। নিজের ফেসবুক পেজে নিম ফুলের মধু’ ধারাবাহিকে নিজের চরিত্রে কিছু ছবি শেয়ার করে সুব্রত গুহ লেখেন, “লোকে আজও মনে রেখেছে…আজও ভালোবাসে…হয়তো অভিনয় এর সার্থকতা এখানেই…..” ।