দেখতে দেখতে ১০ বছর হয়ে গেল, অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায় নেই। ২০১৫ সালের ২৫ শে অক্টোবর পথ দুর্ঘটনায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। সেইসময় তিনি ‘জল নূপুর’ ধারাবাহিকে অভিনয় করতেন। তার বিপরীতে ছিলেন আরেক প্রতিভাবান অভিনেত্রী অপরাজিতা আঢ্য ।
অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের অকালে চলে যাওয়া মেনে নিতে পারেনি গোটা ইন্ডাস্ট্রি থেকে দর্শক। আজও তার স্মৃতি চলচ্চিত্র জগতে সর্বত্র ছড়িয়ে। মাঝে কেটে গেছে বহু বছর তবে পর্দার পরী আজও ভুলতে পারেননি তার স্যারকে।
স্টার জলসায় ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত সম্প্রচারিত হওয়া ‘জল নূপুর’ ধারাবাহিকে অপরাজিতা আঢ্য “পরী” চরিত্রে অভিনয় করেছিলেন। আর তার শিক্ষক ছিলেন অমর্ত্যে (পীযূষ গঙ্গোপাধ্যায়)। পরবর্তীকালে ছাত্রী ও শিক্ষকের বিয়ে হয়। পরী আর অমর্ত্যের কেমিস্ট্রি ছাপ ফেলে যায় বাংলা দর্শকের মনে।
প্রয়াত অভিনেতা পীযূষ গঙ্গোপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী সেই স্মৃতিতেই চোখে জল স্যারের প্রিয় পারির ওরফে অভিনেত্রী অপরাজিতার। ২৫ শে অক্টোবর ভীষণ মন খারাপে কেটেছে অভিনেত্রীর। নিজের ফেসবুকে সেই মন খারাপের ইঙ্গিত মিলিছে।
এদিন পারি আর অমর্ত্যের কিছু ছবি ফেসবুকে শেয়ার করে অপরাজিতা লেখেন, “তুমি কি জানো পীযূষ দা অমর্ত্য ( স্যার)আর পারি কে আজও মানুষ ভুলতে পারেনি। ওপারে থেকে কি জানতে পারছো সেটা খবর কি পাও এখনো কত মানুষ তোমার কথা বলে। কত বড় ক্ষত আমাদের সবাইকে আর ইন্ডাস্ট্রিকে দিয়ে চলে গিয়েছিলে, কিসের যে এত তাড়া ছিল। আজ প্রত্যেক মুহূর্তে অভিনয় করতে গিয়ে তোমার কথা আর তোমার হাসি মুখটা একবার হলেও মনে আসে ,তোমায় কেউ ভোলেনি। আমি তো নাই।”

