বাংলা বিনোদন জগতের একজন জনপ্রিয় অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। যিনি একাধিক বাংলা ধারাবাহিকে কাজ করেছেন। উমা ধারাবাহিকের হাত ধরেই পর্দায় জনপ্রিয়তা লাভ করেছিলেন। এরপর পঞ্চমী, অষ্টমী, সন্ধ্যাতারা-র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন।
বর্তমানে ‘চিরসখা’ ধারাবাহিকে অভিনয় করছেন শিঞ্জিনী। খলচরিত্রে অভিনয় করছেন তিনি। বর্তমানে ইন্ডাস্ট্রিতে পাকাপাকি জায়গা করে নিলেও একসময় গায়ের রং নিয়ে জুটেছে কটাক্ষ। অভিনেত্রী জানান, তার গায়ের রং তার কাছে অলঙ্কার।
আনন্দবাজার অনলাইনের কাছে শিঞ্জিনী জানান, ‘একটা সময় আমার গায়ের রং নিয়ে বিস্তর খোঁটা দিয়েছেন লোকে। কোনও দিন গায়ে মাখিনি। কারণ, গায়ের রং তো আমার হাতে নেই। আত্মরতিতে অনেকটা সময় খরচ করে ফেলেন। তাই নিয়ে মনে কোনও দ্বিধা নেই তাঁর। নিজের শরীর, নিজের গায়ের রং— যা নিয়ে তিনি জন্মেছেন সেটা নিয়েই ভীষণ খুশি। নিজেকে খুব ভালবাসেন।’
অতীতের একটি ঘটনা শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘তা হলে একটা ঘটনা বলি। আমি তখন মডেলিংয়ের দুনিয়ায় সবে পা রেখেছি। ফর্সা দেখানোর জন্য আমাকে চড়া মেকআপ করতে বলা হত। প্রথম দিনই জানিয়েছিলাম, আমার গায়ের যা রং সেটা রেখেই কাজ করব। আমি ‘ডাস্কি’। তাতেই বেশি সুন্দরী। গায়ের রং নিয়ে তাই গর্ব করি।’
নায়িকা চরিত্র ছেড়ে খলচরিত্র নিয়ে শিঞ্জনী বলেন, ‘নায়িকা হতে আসিনি তো! ভাল অভিনেত্রী হতে চাই। চরিত্র বাছাই করে অভিনয় করি। নায়িকা না কি খলনায়িকা— দেখি না।’