
জিতু-দিতিপ্রিয়া বিতর্কের লড়াই এখন ঠাণ্ডা। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া। বর্তমানে তার জায়গায় ‘অপর্ণা’ চরিত্রে অভিনয় করছেন নবাগতা শিরিন পাল। শিরিন-জিতুর কেমেস্ট্রি ইতিমধ্যে দর্শকের মন জিতে নিয়েছে।
ধারাবাহিকের গল্প ফিরেছেন স্বাভাবিক ছন্দে। জিতু আগেই ঘোষণা করে দেন এটি তার শেষ মেগা ধারাবাহিকে। ভবিষ্যতে তিনি আর ছোটপর্দায় কাজ করবেন না। এসবের মাঝেই ভাইরাল জিতুর একটি পুরনো ভিডিও।
ভিডিওটি অভিনেতার একটি ফ্যান পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে এক সাক্ষাৎকারে জিতু নিজের একটি ভালো আর একটি খারাপ দিক তুলে ধরেন।
ছোটপর্দার আর্যকে বলতে শোনা যায়, ‘আমার ভালো স্বভাব হচ্ছে আমি খুব তাড়াতাড়ি লোকজনকে বিশ্বাস করি। এটা আমার গুড হ্যাবিট, ব্যাড হ্যাবিট নয়।’ আর খারাপ স্বভাব হিসাবে অভিনেতা জানায়, ‘লেকজন আমাকে খুব ঠকায়, সেটা বুঝেও আমি আবার বিশ্বাস করি, এটা আমার ব্যাড হ্যাবিট’।
অভিনেতার সেই পুরনো ভিডিও পোস্ট করে ওই ফ্যান পেজ থেকে লেখা হয়, ‘সহজে লোকজন কে বিশ্বাস করা এই মানুষগুলোর মন অনেক সুন্দর হয় যেমন তুমি জীতুদা’!
