‘টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের কান্ডে তুমুল কটাক্ষ নেটিজেনদের

সৌরভ গঙ্গোপাধ্যায়

বাংলার মহারাজ বলা হয়ে থাকে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তাকে ঘিরে অনুরাগীদের ভালোবাসায় ভরপুর। মাঠে হোক বা ক্যামেরার সামনে দাদা বরাবরই ছক্কা হাঁকিয়েছেন। কখনও খেলার মাঠ, কখনও রিয়্যালিটি শো, কখনও বিজ্ঞাপনে তার জুরি মেলা ভার।

অন্যান্য শিল্পীদের মতো নয়, সোশ্যাল মিডিয়া তেমন সৌরভ গাঙ্গুলিকে নিয়ে তেমন ট্রোলড হতে হয়না। তবে এবার এমন এক কান্ড করলেন যা নিয়ে কটাক্ষের শিকার হতে হয় মহারাজকে। সম্প্রতি টলিউড অনলাইনের পেজ থেকে একটি ভিডিও শেয়ার করা হয় যেখানে একটি রান্নার তেল কোম্পানির জন্য বিজ্ঞাপন দিচ্ছিলেন সৌরভ।

ভিডিওতে দেখা যায় দাদা বর্ষায় ইলিশ রান্না করছেন সেই তেল দিয়ে। পাশে দাঁড়িয়ে এক প্রবীণ মহিলা তাকে রান্না শেখাছেন। আর এই ভিডিও দেখে খিল্লি ওড়াচ্ছেন নেটিজেন। অনেকের মতে ‘টাকার জন্য মানুষ সব কিছ করতে পারে’।