এক সময় রানাঘাট প্ল্যাটফর্মের উপর গান গেয়ে ভিক্ষে করতে করতে উঠে এসেছিলেন প্রচারের আলোয়। বলিউড সংগীত পরিচালক হিমেশ রেশমিয়ার সঙ্গে রানাঘাটের রানু মণ্ডল পাড়ি দিয়েছিলেন মুম্বাইয়ে। সোশ্যাল মিডিয়ার দৌলতে তিনি রাতারাতি হয়ে উঠেছিলেন সেলিব্রেটি।
তবে প্রচারের আলো সরতেই আবার অন্ধকার জগতে ফিরে এসেছেন। হারিয়েছেন সব খ্যাতি। যারা তাকে রাতারাতি সেলিব্রেটি বানিয়েছিলেন তারাই আজ খোঁজ রাখেন না তার। অনেকেই মনে করেন বলিউডে গান করার পর থেকেই অহংকার বেড়ে গিয়েছিল। আর অহংকারের জন্যই নাকি তিনি রাতারাতি খ্যাতি হারিয়ে ফেলেন।
একটা সময় তার গান শোনার জন্য তার রানাঘাটের বাড়িতে ভিড় জমাতো মানুষ। অনেক রেকর্ডিংয়ের অফার আসত কিন্তু আজ ওসব অতীত। বলতে গেলে আজ রানু মণ্ডল নিঃস্ব।
বর্তমানে ভাঙাচোরা বাড়িতেই থাকেন। কোনও বেলা খাবার জোটে তো কোনও বেলা খাবার জোটে না। মানসিক পরিস্থতিতেও খারাপ হয়ে গেছে। তার কোনও উপার্জন নেই। মাঝেমধ্যে তাকে মানুষ দেখতে এসে খাবার দিয়ে যান, অদ্ভুত নাচ-গান করিয়ে যতটুকু দেন তাতেই কোনও রকমে দিন কাটে।
এক সাক্ষাৎকারে রানু মণ্ডল জানান, ‘২০১৯ সালটা তার জীবনে লাকি ছিল। তারপর থেকে খুব বাজে ভাবে দিন কাটছে। ঘরে আটা-ময়দা টুকুও থাকে না। আজকাল সাধারণ মানুষ তাকে টর্চার’ করে। কারো মধ্যে কোনও মনুষ্যত্ব বোধ নেই।’ রানু মণ্ডলের আক্ষেপ, ‘যারা আমায় ভাইরাল করেছিল আজ তারা কেউ খোঁজ রাখে না।’
সুত্রঃ https://aajkaal . in/story/33842/common-people-torture-me-now-laments-ranu-mondal-gnr