পিসি সরকারের তিন কন্যা একসঙ্গে বিয়ের পিঁড়িতে?

পিসি সরকার

বেশ কিছুদিন আগে বিজ্ঞাপনে পিসি সরকারের ৩ মেয়ের পাত্র খোঁজা নিয়ে বেশ শোরগোল হয়েছিল। তাহলে কি সত্যিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মধুবনী, মুমতাজ, মৌবনী।

সম্প্রতি এক অনুষ্ঠানে এসেছিলেন এসেছিলেন পিসি সরকারের মেয়েরা। সেখানে তাদের জিজ্ঞেস করা হয় বিয়ের ব্যাপারে। তারা জানান, খুব শীঘ্রই সুখবর আসতে চলেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে পাত্র বাছাই পর্ব হয়ে গিয়েছে।

পিসি সরকারের মেয়ে মৌবনী স্পষ্ট করে দেন তিনি তার মনের মানুষকে পেয়ে গেছেন। যদিও তিন কন্যাকে একসঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন কিনা তার উত্তর মেলেনি। মৌবনী এবং মুমতাজ সাক্ষাৎকারে জানান, ‘যাঁরা মনের মানুষ খুঁজছেন, কিন্তু সঠিক মানুষ পাচ্ছেন না তাঁরা এভাবে বিজ্ঞাপন দিলে নিশ্চয় মনের মতো কাউকে পেয়ে যাবেন।’

পিসি সরকার তিন কন্যা মানেকা সরকার, মমতাজ সরকার এবং মৌবনী সরকার। মানেকা বাবার মতোই ম্যাজিক দেখান। অন্যদিকে মমতাজ এবং মৌবনী সরকার অভিনয় জগতের পরিচিত মুখ। ২০১২ সালে মানেকা সরকার একবার বিয়ের পিঁড়িতে বসেছেন তবে সেই সম্পর্ক টেকেনি।