বছর শেষে প্রবাদপ্রতীম জাদুকর পিসি সরকারের বাড়িতে খুশির আমেজ। কিছুদিন আগে খবরের কাগজে একটি বিজ্ঞাপন রীতিমত চমক এনেছিল। মেজ মেয়ে মৌবনীর জন্য পাত্র খুঁজছেন স্বয়ং জাদুকর। এবারের খবর ছাদনাতলায় বসতে চলেছেন মৌবনী সরকার।
নিউজ ১৮ বাংলার খবর সূত্রে জানা গিয়েছে, ৩০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মৌবনী। ইতিমধ্যেই প্রকাশ্য এসেছে বিয়ের কার্ডও। বাঙালি আনায় ভরপুর কার্ডের উপর পটচিত্রের ধাঁচে বর-কনের খই পোড়ানোর দৃশ্য তুলে ধরা হয়েছে। ভিতরে একদম সাদামাটা ভাবে লেখা সকলের নাম।
তবে পাত্র কে? সৌম্য রায়ের সঙ্গে বিয়ে হতে চলেছে মৌবনীর। সৌম্য চন্দননগরের বাসিন্দা। প্রেম করে নয়, দেখাশোনা করেই সৌম্যের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন মৌবনী।
বিয়ে প্রসঙ্গে নিউজ ১৮ বাংলাকে মৌবনী বলেন, ‘বাবা-মাকে সব সময় দেখেছিলাম ওঁরা প্রেম করে তারপর বিয়ে করেছেন। ফলে আমি ভেবেছিলাম যে আমার ক্ষেত্রে হয়তো সেরকমই কিছু একটা হবে। কিন্তু আমার ক্ষেত্রে যে ছবিটা একেবারে পাল্টে যাবে তা আমার কল্পনার বাইরে ছিল। অ্যারেঞ্জ ম্যারেজের প্রতি মানুষের মনে একটা অদ্ভুত ভয় কাজ করে। তাই নিজেকে কোনও একটা ধারণায় আবদ্ধ না রেখে সব কিছুর প্রতি আগ্রহটা থাকা উচিত।’


