আগামী ৩০ নভেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন জাদুসম্রাট পি সি সরকারের মেয়ে মৌবনী। সম্প্রতি সমাজ মাধ্যমে উঠে এলো মেয়ে মৌবনীর আইবুড়ো ভাতের বিশেষ ছবি। বিয়ের এখনও একসপ্তাহ বাকি, তার মধ্যেই ধুমধাম করে আইবুড়ো ভাতের অনুষ্ঠান সম্পন্ন হলো মৌবনীর। পাশে রইলেন বাবা-মা-দিদি-বোন।
টেবিলে রুপোর থালায় সাজানো রকমারি বাঙালি পদ। মেয়ের পাশে দাঁড়িয়ে বাবা পি সি সরকার। ভাত, পাঁচরকম ভাজা, ডাল, শুক্তো, মাছের মুড়ো-সহ নানা রকম পদ, পায়েস, মিষ্টির মতো নানা পদে সাজানো টেবিল।
এদিন অশ্রুসজল চোখে বাবার হাত থেকে পায়েস খাওয়ার মুহূর্ত ধরা পড়েছে সমাজমাধ্যমে। মেয়েকে আশীর্বাদও করতে দেখা গিয়েছে ভিডিয়োতে।
এ দিন বেগনিরঙা দক্ষিণী সিল্কের শাড়িতে সেজেছিলেন অভিনেত্রী মৌবনী সরকার। হালকা সোনার গয়নায় মৌবনীকে বেশ লাগছিল এদিন। মৌবনীর পাশাপাশি দিদি মানেকা, বোন মুমতাজ় এবং কনের মা জয়শ্রী সরকারও সেজেছিলেন শাড়িতে। এদিকে বাবা পি. সি. সরকারের পরনে ছিল ঘিয়ে রঙের পাঞ্জাবি। মৌবনীর পাত্রের নাম সৌম্য রায়। চন্দননগরের বাসিন্দা, পেশায় রিসার্চ স্কলার।
View this post on Instagram

