অবশেষে রাজনন্দিনী হয়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে এন্ট্রি নিলেন অভিনেত্রী পায়েল দে। অপর্ণার হাত ধরেই গল্পে এল রাজনন্দিনী। সদ্য প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যাচ্ছে বিয়ের মণ্ডপে আর্য-অপর্ণা। সাতপাকে ঘুরছে তারা। ধুমধাম করেই বিয়ের আয়োজন করা হয়েছে।
এদিকে, আর্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে গিয়ে রাজনন্দিনীকে চোখের সামনে দেখতে পায় অপু। আর এই চরিত্রে এবার দেখা মেলে পায়েল দের। প্রোমোতে দেখা যায়, লাল বেনারসি, গয়না, লাল গোলাপের মালায় সেজে আর্যর সঙ্গে বিয়ের কনের বেশে সাতপাক ঘুরছে রাজনন্দিনী। তবে কি ধারাবাহিকে পায়েলের উপস্থিতি কি বিয়ের মণ্ডপ থেকেই?
প্রশ্নের উত্তরে পায়েল জানান, “শুধু মাত্র টিজ়ারের শুটিং করেছি। চিত্রনাট্য লেখা চলছে। এর বেশি কিছুই জানি না।” পর্দায় এই নিয়ে বহু বার বিয়ে হয়েছে পায়েলের! তবে এবারের চরিত্রটি কেমন লাগছে অভিনেত্রীর? ছোটপর্দায় সম্ভবত এই প্রথম অশরীরী চরিত্রে দেখা দিতে চলেছেন পায়েল।
পায়েল বলেন, “এই বিয়ের দৃশ্য একটু হলেও অন্য রকম। কারণ, আমি মৃত। টিজ়ারে তাই অপর্ণার মধ্যে রাজনন্দিনী মিলেমিশে একাকার। অন্য রকম চরিত্র বলেই রাজি হয়েছি। এখন আর যে কোনও চরিত্রেই রাজি হই না।”
কত দিন তাকে ধারাবাহিকে দেখানো হবে, তা এখনও জানেন না পায়েল। তবে, প্রযোজনা সংস্থা এসভিএফ তার সঙ্গে অন্যায় করবে না এমনটাই আশা রাখেন পায়েল।
চিরদিনই তুমি যে আমারে পায়েল ফিরতেই উত্তেজিত ধারাবাহিকের দর্শক। এবার কী ভাবে গল্পে ‘রাজনন্দিনী’কে দেখানো হবে, তা নিয়ে কৌতূহল দর্শকদের মনে।

