গুঞ্জন কি তাহলে সত্যি ? বেশ কিছুদিন ধরে অভিনেত্রী পায়েল দে’কে নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন। পায়েল নাকি ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্যের প্রথম স্ত্রী ‘রাজনন্দিনী’র চরিত্রে এন্ট্রি নিতে চলেছেন।
যদিও এই খবর রটনা বলেই জানিয়েছিলেন পায়েল। তিনি বলেছিলেন তার কাছে এরকম খবর নেই তবে যদিও এটা হয় তিনিও খুশি হবেন। কিন্তু টেলিপাড়ার অন্দরের খবর অন্য। শোনা যাচ্ছে প্রযোজনা সংস্থা নাকি পায়েলের সাথে যোগাযোগ করেছিলেন আর লুক টেস্টে সফল হয়েছেন অভিনেত্রী। এমনকি শুরু হয়েছে শুটিংও। যদিও অভিনেত্রীর তরফ থেকে চূড়ান্ত ঘোষণা এখনো হয়নি।
‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মূল গল্প আর্যের মৃত স্ত্রী ‘রাজনন্দিনী’কে নিয়ে। আর্য-অপর্ণা’র বিয়ে থেকেই নাকি সেই থ্রিলার অনুভব করবেন দর্শক। এবার নাকি সশরীরে রাজনন্দিনীকে দেখবেন দর্শক। যদিও পুরোটাই ফ্ল্যাশব্যাক’-এ।
অভিনেতা জিতু কমল আপাতত ব্যস্ত রয়েছেন তার নতুন ছবি ‘এরাও মানুষ’ মানুষের শুটিংয়ে। যদিও সিনেমা আর সিরিয়াল দুটোর শুটিং চালিয়ে যাচ্ছেন সময় বের করে। তবুও শুটিংয়ে ব্যস্ত থাকায় হয়তো রাজনন্দিনীর গল্প আসবে এমনটাই মনে করছেন দর্শক। আপাতত রাজনন্দিনী রুপে পায়েলকে দেখার জন্য অধীর আগ্রহে রয়েছেন ফ্যানেরা।

