‘ইন্ডাস্ট্রি থেকে অনেক কুপ্রস্তাব পেয়েছি…আমি মোটা বলে অনেকে…’, ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য পায়েলের

পায়েল দেব

ইন্ডাস্ট্রিতে টানা ১৫ বছর কাজ করার পরেও আজ কর্মহীন অভিনেত্রী পায়েল দেব। অনেক চেষ্টা করেও পছন্দমত চরিত্র পাচ্ছেন না। সেরকমভাবে ভাল কোন কাজের প্রস্তাবও আসছে না তার কাছে। অনেকেই ধরে নিয়েছেন বিয়ের পর কী অভিনয় ছেড়ে দিলেন পায়েল?

এই প্রসঙ্গে আজকাল ডট ইন-কে পায়েল বলেন, ‘আমি মোটা বলেই কি কাজ পাচ্ছি না? মাঝে মাঝে মনে হয় আমি কি সত্যিই তবে অভিনয় করতে পারিনা? দর্শক আমায় পছন্দ করেন না বলেই কি আমি কাজ পাই না? তাহলে মুমু দিদিকে আজও কেন দর্শক মনে রেখেছেন?’

‘আরও একটা বিষয় হতে পারে, ইন্ডাস্ট্রি থেকে আমি কুপ্রস্তাব পেয়েছি এবং খুব স্বাভাবিকভাবেই তা ফিরিয়ে দিয়েছি। এরপর সেই ব্যক্তি আমাকে কাজ দিতে বারণ করেছেন যা আমি খুব ঘনিষ্ঠ সূত্রে জানতে পারি। তবে কি এই কারণেই আমি কাজ পাই না? জানি না কবে এই পরিস্থিতি থেকে বেরোতে পারব। তবে অপেক্ষায় রয়েছি ভাল কাজের কারণ আমি কাজ করতে চাই।’

শেষবার জি বাংলার ‘রাঙা বউ’ ধারাবাহিকে দর্শক দেখেছেন পায়েলকে। এরপর ‘কে প্রথম কাছে এসেছি’ ধারাবাহিকে কাজ করলেও সেভাবে তার চরিত্রটি গুরুত্ব পায়নি। তবে জি বাংলার ‘এই পথ যদি না শেষ হয়’ এর ‘মুমু দিদি’ কে আজও পর্দায় মিস করেন দর্শক।