২০২৪ সালের ডিসেম্বরেই ব্যবসায়ী শিখর টন্ডনকে বিয়ে করেন অভিনেত্রী পায়েল দেব। অভিনেত্রীকে শেষ দেখা যায় ‘রাঙা বউ’ ধারাবাহিকে নায়কের বোন সীমন্তিনী শীলের চরিত্রে। তার পর অভিনেত্রীকে সে ভাবে ছোটপর্দায় দেখা যায়নি। সম্প্রতি বিয়ের পর অভিনয় ছেড়ে দেওয়া প্রসঙ্গে অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন ওঠার মাঝেই ইন্ডাস্ট্রির অন্দরে গুঞ্জন, পায়েল নাকি মা হতে চলেছেন।
অভিনেত্রীর সাম্প্রতিক ছবি দেখে তেমনটাই নাকি আভাস পেয়েছেন অনুরাগীরা। এই প্রসঙ্গে পায়েল বলেন, “ভুয়ো খবর রটছে। এই সবের কোনও পরিকল্পনা নেই।” হাতে তেমন কোন কাজ নেই, বরং সেই আক্ষেপই অভিনেত্রীর কন্ঠে।
দিদি, বোনের চরিত্রেই তাকে দেখতে অভ্যস্ত দর্শক। তবে এই মুহূর্তে মনের মত চরিত্র না পাওয়ায় আক্ষেপ অভিনেত্রীর। পায়েল আরও বলেন, ‘এখন আর মুখ্য চরিত্র নিয়ে ভাবছি না। কিন্তু চরিত্রাভিনেতা হিসাবে একটু অন্য ধরনের সুযোগের আশায় রয়েছি।’