আর্যের প্রাক্তন স্ত্রী ‘রাজনন্দিনী’র চরিত্রে পায়েল দে? অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

পায়েল দে

গতকাল থেকে সোশ্যাল মিডিয়ায় আচমকাই ছড়িয়ে পড়ে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে খুব শীঘ্রই নাকি এন্ট্রি নেবেন অভিনেত্রী পায়েল দে। আর্য সিংহ রায়ের মৃত স্ত্রী রাজনন্দিনীর চরিত্রে দেখা যাবে পায়েলকে। এতদিন গল্পে রাজনন্দিনীর চরিত্রে ফ্ল্যাশব্যাক দেখানো হলেও এখন আসল গল্প দেখানো হবে।

এই খবর ছড়িয়ে পরায় খুশি হয়েছেন সিরিয়াল প্রেমীরা। কারণ পায়েল দর্শকের খুব প্রিয় একজন অভিনেত্রী। জিতু আর পায়েল জুটি বেশ ভালোই মানাবে বলে আশা রাখছেন সকলে। তবে সত্যিই কি রাজনন্দিনী চরিত্রে দেখা মিলবে পায়েলের? অবশেষে সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন পায়েল।

পায়েলকে শেষবারের মতো সান বাংলায় ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ ধারাবাহিকে দেখা গেছে। ফের আবারও কি পর্দায় ফিরছেন তিনি? আনন্দবাজার অনলাইনকে অভিনেত্রী জানান, “সকাল থেকে ফোনের পর ফোন। আমার ফ্যানপেজ থেকে শুভেচ্ছা। অবাক হয়ে গিয়েছি। কারণ, এ রকম কোনও খবর আমার জানা নেই।  আপনাদের মতো আমিও চাইছি, রটনা সত্যি হোক। তা হলে নতুন কাজ হাতে আসে আমার।”