‘বেহুলা-লখিন্দর’ জুটির কথা মনে পড়ে? বেহুলা পৌরাণিক কাহিনী ধারাবাহিকে বেহুলা চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী পায়েল দে এবং লখিন্দরের ভূমিকায় ছিলেন অভিনেতা অর্কজ্যোতি পাল চৌধুরী। সেই ধারাবাহিকের জনপ্রিয়তার কথা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
আসল বিষয় হল, দীর্ঘ ১৫ বছর পর সেই আইকনিক জুটি পর্দায় ফিরছে। বেহুলা-লখিন্দর’ অর্থাৎ পায়েল-অর্কজ্যোতি-কে বহু বছর পর আবার ছোটপর্দায় একসঙ্গে দেখবে দর্শক।
হয়তো অনেকেই জানেন, সান বাংলার ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’ নায়িকার চরিত্রে রয়েছেন অভিনেত্রী পায়েল দে আর তার বিপরীতে রয়েছেন তথাগত। আর এই ধারাবাহিকেই নতুন একটি চরিত্রে অভিনয় করবেন অভিনেতা অর্কজ্যোতি। তার চরিত্রে নাম ‘রেয়ান’। দীর্ঘ বছর পর পায়েল-অর্কজ্যোতি-কে আবার একসঙ্গে একই ধারাবাহিকে খবর পেয়ে বেজায় খুশি তাদের ভক্তরা।