গুনগুনকে সাপোর্ট করে কটাক্ষের শিকার পটকা অর্থাৎ অম্বরীশ ভট্টাচার্য

পটকা

পটকা অর্থাৎ অম্বরীশ ভট্টাচার্য ছাড়া বাংলা জনপ্রিয় ধারাবাহিক ‘খড়কুটো’ যেন ফিকে। হাসির রাজা পটকা ছাড়া কি খড়কুটো জমে? এতদিন এমনটাই মন্তব্য করেছেন ‘খড়কুটো’-র দর্শকরা। কিন্তু সকলের প্রিয় ‘পটকা’ এখন দর্শকদের চক্ষুশূল।

খড়কুটো ধারাবাহিকে মিষ্টির সন্তানকে নিয়ে গুনগুনের অতিরিক্ত বাড়াবাড়ি চরম সীমায় পৌঁছে গিয়েছে। পুচুসোনাকে নিয়ে গুনগুনের পাগলামি মেনে নিতে পারছেন না দর্শক।

গুনগুন ও মিষ্টির ধাক্কাধাক্কিতে পড়ে যায় মিষ্টির সন্তান। পুচুসোনাকে নিয়ে হাসপাতালে চলে যায় গুনগুন। ‘খড়কুটো’ পরিবারের সকল সদস্য যেখানে গুনগুনের বিপক্ষে, সেখানে একমাত্র পটকা তার অসভ্যতামী সাপোর্ট করছে। আর এতেই বেজায় চটেছে দর্শক।

কিছুদিন আগে যেই দর্শকের চোখের মণি ছিলেন পটকা, সে এখন চক্ষুশূল। দৃশ্যে পটকার এইরকম চরিত্রের জন্য সোশ্যাল মিডিয়ায় সিরিয়াল বন্ধ করার জন্য প্রতিবাদ গর্জে উঠেছেন সকলে। গুনগুনকে সমর্থনের জন্য পটকা অর্থাৎ অম্বরীশ ভট্টাচার্যকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের শিকার হতে হয়।

অনেকে মন্তব্য করেছেন, “পটাকার প্রথম থেকেই অনেক দোষ…উনি শুরু থেকেই গুনগুনকে নাচান…সেই অনেক দিন আগেই শান্তিনিকেতনে বাবিনকে প্র্যাঙ্ক করে ডাকলেন, দুটো কথা শুনিয়েছিল বলে গায়ে লেগেছিল, ট্রান্সফার নিতে চেয়েছিল”।

কেউ আবার পটকার বিরুদ্ধে মন্তব্য করেছেন, “এতো পক্ষপাতদুষ্ট লোক আগে দেখেনি। সবেতেই উনি গুনগুন অবশেসড”।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here