অঙ্গনার জায়গায় রুকমা! নতুন রুপে ফিরলেন পার্বতী, ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে নতুন মোড়

তুমি আশে পাশে থাকলে

অবশেষে নায়িকা বদল! স্টার জলসার ‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে এবার থেকে পার্বতী চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী রুকমা রায়। তিনি একজন দক্ষ অভিনেত্রী সেই ব্যাপারে কোনও সন্দেহ নেই তবে, এতগুলো দিন পার্বতী হিসাবে দর্শক অঙ্গনাকে মেনে এসেছেন। তাই আচমকাই পার্বতী চরিত্রে রুকমা-কে মেনে নিতে পারছেন না তারা।

‘তুমি আশে পাশে থাকলে’ ধারাবাহিকে রুকমা প্রথম লুক এলো সামনে। অফিশিয়াল পেজে একটি প্রোমো সামনে এসেছে। এমনকি অভিনেত্রী নিজেও সেই ছবি শেয়ার করে লেখেন, ‘আজ বিকেল ৫:৩০ থেকে পার্বতীকে দেখুন নতুনরূপে, তুমি আশেপাশে থাকলে-তে’।

 

View this post on Instagram

 

A post shared by Rooqma Ray (@rayrooqma)

এমনিতেই টিআরপিতে খুব একটা ভালো পজিশেনে নেই এই মেগা। এবার অঙ্গনার জুতোয় পা গলিয়ে রুকমা ধারাবাহিকে র টিআরপি বাড়াতে পারে কিনা সেটাই দেখার।