ভেস্তে গেল রায়ানের চাল! রায়ানের মুখোশ খুলে দিল পারুল, ‘পরিণীতা’ ধারাবাহিকের আজকের পর্বে খুশি দর্শক

পরিণীতা

চলতি সপ্তাহেও বাংলার টিআরপি তালিকায় ‘পরিণীতা’ শীর্ষস্থানে। ধারাবাহিকের টিআরপি আরও বাড়াতে জমজমাট পর্ব নিয়ে আসছে নির্মাতারা। ধারাবাহিকের আজকের পর্ব দেখে বেজায় খুশি হয়ে গেছেন দর্শকেরা।

যারা ধারাবাহিকটি নিয়মিত দেখেন তারা জানেন, পারুল যখন ঘুমের ঘরে ছিল তখন ঘরে ঢুকে রায়ান পারুলের মোবাইল থেকে ভিডিও ডিলিট করে ঘর থেকে বেরিয়ে যায়। তবে তাড়াহুড়োয় রায়ান খেয়াল করেনি ভিডিওটি রিসাইকেল বিনে চলে যায়।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, সকলে ভেবেছিল রায়ান ভিডিওতা ডিলিট করে দিয়েছে। এবার পারুলকে কেস খাইয়ে কলেজ থেকে তাড়িয়ে দেবে। এই নিয়েই সবাই বেশ মজায় রয়েছে।

এদিকে আগামী পর্বে আপনারা দেখতে পারবেন, রায়ানের সাথে সকলের মুখোশ খুলে দেয় পারুল । পারুল ডিনের কাছে ভিডিও দেখিয়ে প্রমাণ করে দেয় ওমকারকে রায়ান ও তার বন্ধুরা মিলে টর্চার করতো।

এরপর পারুল ডিনকে বলে রায়ান এবং তার বন্ধুদের সাসপেন্ড করা হোক। তাহলে সত্যিই কি কলেজ থেকে সাসপেন্ড হয়ে যাবে রায়ান? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।