পরিণীতা ধারাবাহিকে এবার ধামাকাদার পর্ব। সম্প্রতি জি-বাংলার তরফে সামনে আনা হয়েছে পরিণীতা’র নয়া প্রোমো। এবার গোপালের বিয়ের আগে রুকুকে ফিরিয়ে আনতে এবার লন্ডনে পাড়ি দিলো পারুল।
ধারাবাহিকের গল্প অনুযায়ী, গোপালের মা গোপালকে এটা জানিয়ে দেয় যে, রুকু তাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। এরপর একপ্রকার জোর করেই সবাই মিলে গোপালের আবার বিয়ে ঠিক করে। এমনকি গোপালকে বিয়ের পীঁড়িতে বসানোর তোড়জোড়ও শুরু করে পরিবারের সবাই।
এদিকে পারুল কিছুতেই এই ব্যাপারটা মেনে নিতে পারে না। পরিস্থিতি হাতের বাইরে যেতে দেখে পারুল নিজেই ঠিক করে এবার লন্ডন গিয়ে সে নিজেই রুকুকে ফিরিয়ে আনবে। সেই মতোই লন্ডন যাওয়ার জন্য তৈরি হয়ে যায় পারুল।
এরপর পারুল দাদুর কাছে প্রতিজ্ঞা করে বলে, সে রুকু দিদি এবং তার গোপাল দাদার বিয়ে কিছুতেই ভাঙতে দেবে না। তারজন্য তাকে যা করতে হয় সে করবে। রুকু কে ফিরিয়ে আনার সিদ্ধান্তে পারুলকে সমর্থন করে দাদু। পারুলকে আশীর্বাদ করে দাদু, যাতে সে তার কাজে সফল হয়।
রুকু কে ফিরিয়ে আনার কথা শুনতেই চমকে গিয়ে রায়ান বলে, ‘তুই নিজে লন্ডন যাবি দিদিকে ফিরিয়ে আনতে?’ অন্যদিকে পারুল ভাবতে থাকে এর মধ্যে একটা বিস্তর গন্ডগোল রয়েছে। তবে পারুল পারবে রুকু কে ফিরিয়ে এনে গোপালের বিয়ে আটকাতে? তার উত্তর মিলবে ধারাবাহিকের আগামী পর্বে।