পরিণীতা ধারাবাহিকে একদিকে রায়ান-পারুলের জুটি অন্যদিকে পারুলের শিরিনকে পদে পদে জব্দ করা রীতিমত জমিয়ে উপভোগ করছে দর্শক। এই মুহুর্তে পরিণীতা ধারাবাহিকে ফের ধুন্ধুমার কান্ড। আরও একবার শিরিনের চালাকি ধরে ফেলে পারুল।
ধারাবাহিকের পর্ব অনুযায়ী, মায়ের বিদায় বেলায় সকলেরই মন খারাপ। পুজো শেষে মান অভিমান ভুলে রায়ানের ঠাকুমার কথায় রায়ানের মা, কাকিমা পারুল আর টগরের সিঁথিতে সিঁদুর দেয়। একদিনের জন্য হলেও বসু পরিবারকে এক করে পারুল।
এদিকে সবাই যখন সিঁদুর খেলায় মেতে উঠেছে তখনই ফের ফন্দি আটে শিরিন। পারুলের চোখের আড়ালেই রায়ানের হাত থেকে জোর করে সিঁদুর পরতে যায় শিরিন। তখনই পারুল এসে বাধা দেয়, আর শিরিনকে বলে, সে রায়ানের থেকে স্ত্রীয়ের অধিকার চায় না। তবে শিরিন যদি রায়ান আর পারুলের মাঝে আসে তাহলে শিরিনকে সে কিছুতেই ছেড়ে দেবে না।
শিরিনকে শাস্তি দিতেই সিঁদুরের থালার মধ্যে শিরিনের মাথা ঢুকিয়ে দেয় পারুল। শিরিনের শয়তানি দেখে ভীষণ রেগে যায় দাদু। এরপর পারুল শিরিনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। অন্যদিকে ভাসানের সময় সকলেই নাচে গানে মেতে ওঠে। তা দেখে সকলের সামনেই রায়ানকে আবারো অপমান করেন দাদু। পরবর্তীতে গল্প কোন দিকে মোড় নেয় সেটাই দেখার পালা।