বেশ কয়েক সপ্তাহ বেঙ্গল টপার ছিল জি-বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিক। যার মুখ্য চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী ঐশানী এবং অভিনেতা উদয় প্রতাপ সিং। পারুল ও রায়ানের গল্প অল্প সময়ের মধ্যে দর্শকের মনে জায়গা করে নেয়।
বর্তমানে এই ধারাবাহিকের এপিসোডগুলি জমজমাট হয়ে উঠেছে। ফের আবারো শিরিনের চক্রান্তে পারুলের জীবনে বড় ক্ষতি হয়ে গেল। ধারাবাহিকে দেখানো হয় রায়ান শিরিনকে পারুলের কাছে ক্ষমা চেয়ে বন্ধুত্ব করে নিতে বলে।
শিরিনের ভালো ব্যবহার দেখে পারুলের মনে সন্দেহ হয়। শিরিন পার্টির আয়োজন করে। প্ল্যান করে সবাই মিলে কোলাঘাট যাবে। পারুলের ইচ্ছে না থাকলেও পরে রায়ানের কথায় শিরিনদের সাথে যেতে রাজি হয়। তবে পারুলের মনে সন্দেহ থেকেই যায়।
ধারাবাহিকে দেখা যাবে, পরীক্ষার হলে পারুলের পেনের বক্সে কতগুলো চিরকুট রেখে দেয় শিরিনি। বন্ধুদের দিয়ে এই কাজ করিয়ে নেয় সে। স্যার জেনে যায় আর পারুল মিথ্যা অভিযগে ফেঁসে যায়। পারুল টুকলি করেনি এটা স্যারকে বোঝাতে যায় রায়ান। কিন্তু সেটা বিফলে যায়। পারুলকে পরীক্ষার হল থেকে মিথ্যা অভিযোগে বের করে দেওয়া হয়। পারুল কি পারবে শেষপর্যন্ত নিজেকে নির্দোষ প্রমান করতে সেটাই দেখার।