‘আমরা কেউ এই চাকরিটা ছড়াবো না’! সংযুক্তার বিরুদ্ধে আইনি মামলা করল পারুল, ‘পরিণীতা’ ধারাবাহিকে মোড় ঘোরানো ট্র্যাক

পরিণীতা

জমে উঠেছে জি-বাংলার মেগা ধারাবাহিক ‘পরিণীতা’। যার মুখ্য চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী ঈশানী চট্টোপাধ্যায় এবং অভিনেতা উদয় প্রতাপ সিংহ। পর্দায় পারুল আর রায়ানের জুটি শুরু থেকে সাড়া ফেলেছে।

টিআরপির এক থেকে তিনের মধ্যে থাকে এই মেগা ধারাবাহিক। একসময় বাংলার শীর্ষস্থানে ছিল এই মেগা। সদ্য ধারাবাহিকের একটি প্রোমো সামনে এসেছে। যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এক মিলিয়ের বেশি ভিউ পেয়েছে এই নতুন ট্র্যাক।

প্রোমোতে দেখা যায়, অফিসের CEO  সংযুক্তা পারুলকে শাস্তি দেওয়ার জন্য একটি নিয়ম লাগু করে। যেখানে লেখা একই অফিসে স্বামী-স্ত্রী চাকরি করা যাবে না। এই নিয়ম শুনে অবাক হয়ে যায় রায়ান আর পারুল। রায়ান পারুলকে চাকরি না ছাড়ার জন্য অনুরোধ করে পরিবর্তে সে ছেড়ে চলে যাবে।

এরপর দেখা যায় পারুল আর রায়ান সংযুক্তার কেবিনে গিয়ে একটি নোটিশ ধরায়। সংযুক্তা খুব খুশি হয় এবং সে পারুলকে জিজ্ঞাসা করে, এটা কি তার রেজিগনেশন লেটার.? উত্তরে পারুল জানায়, “না আমরা কেউ এই চাকরিটা ছাড়ছি না.! আমরা আপনার বিরুদ্ধে কোর্টে যাচ্ছি।” তাহলে কি এবার শাস্তি পাবে সংযুক্তা? সেটা জানা যাবে ধারাবাহিকের আগামীদিনে।

Previous articleনতুন অধ্যায়ে পা রাখল সুদীপার ছোট ছেলে আদিদেব, গর্বিত মা
Sudeshna Jana
হাই, আমি সুদেষ্ণা জানা। আমার প্যাশন লেখালেখি করা। আমি একজন লেখিকা। মানুষকে এন্টারটেইনমেন্ট করতে পছন্দ করি। তাই বিনোদন সংক্রান্ত বিষয় লেখালেখি করতে বেশি পছন্দ। দর্শকদের এন্টারটেইনমেন্ট দেওয়ার জন্য বিশ্বের সমস্ত ধরণের বিনোদন নিউজ তাদের কাছে এগিয়ে দেওয়াই আমার কাজ। বিভিন্ন ধরণের বিনোদন পেতে আমাদের এই পেজে অনুসরণ করুন।