পার্থ সারথি দেবের শেষ যাত্রায় দেখা গেল না সহকর্মীদের! ‘মানুষ মরে গেলে টনক নড়ে সবার’ ক্ষোভ প্রকাশ শ্রীলেখার

অভিনেতা পার্থ সারথি দেব

না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা পার্থ সারথি দেব। দীর্ঘদিন ধরেই সিওপিডি -র সমস্যায় ভুগছিলেন অভিনেতা। হয়েছিল নিউমোনিয়াও। জীবনের শেষ কঠিন লড়াইয়ে পরিবারকে পাশে পাননি অভিনেতা। একমাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ২২ মার্চ রাত ১১.৫০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

এদিন সকাল থেকেই টলিপাড়া সহ সোশ্যাল মিডিয়া ভরে গিয়েছে শোকবার্তায়। অভিনেতার অকাল প্রয়াণে শোকপ্রকাশ করেছেন তাঁর পুরোনো সহকর্মীরা। অনেকে ভাগ করে নিয়েছে পুরনো স্মৃতি, আবার কেউ জানিয়েছে তাঁর চলে যাওয়ার আক্ষেপের কথা।

তবে এরই মাঝে নাম না উল্লেখ করেই বিস্ফোরক স্টেটাস অভিনেত্রী শ্রীলেখা মিত্রর। সোশ্যাল মিডিয়ার পাতায় হঠাৎই পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘মানুষ মরে গেলে টনক নড়ে সবার… অনেক কাজ বাকি ছিল ইত্যাদি। কেন জীবদ্দশায় এইসব মনে থাকে না? শিল্পীর মূল্যায়ণ তাঁর চলে যাওয়ার পর!! আমি যখন বেঁচে আছি তখন যদি আমাকে দরকার না পরে, নিথর দেহ হয়ে যাওয়ার পর এসব (বলবার) দরকার নেই… এত হিপোক্রেসির প্রয়োজন নেই প্লিজ’।

অভিনেতার মৃত্যুর পর শ্রীলেখার এমন পোস্ট আলোড়ন ফেলেছে গোটা সোশ্যাল মিডিয়ায়। শনিবার বেলায় টেকনিশিয়ান স্টুডিও-তে শায়িত রাখা হয়েছিল অভিনেতার নিথর দেহ। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলেন টলিউড তারকারা। তবে সেইভাবে নজরে পড়েনি তারকাদের উপস্থিতি। তবে কি সেই কারণেই অভিনেত্রীর এমন মন্তব্য।