স্মৃতি ফিরছে পর্ণার! মেয়ের গায়ে হাত তোলার জন্য সুইটিকে উচিত শিক্ষা দিল পর্ণা

নিম ফুলের মধু

বাংলার টপার স্থান হারিয়েছে জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম ফুলের মধু’। টিআরপি ফেরাতে ধারাবাহিকের গল্পের ট্র্যাক পাল্টানো হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, স্মৃতি হারিয়ে গেছে পর্ণার। পর্ণাকে দত্তবাড়ি নিয়ে আসা হয়।

পর্ণা’র স্মৃতি ফেরানোর চেষ্টা করছেন সকলে মিলে। এদিকে সুইটি নতুন করে ষড়যন্ত্র করছে। আর ভয়ে সৃজনকে সুইটির কথা মেনে চলতে হচ্ছে।

ধারাবাহিকের আজকের পর্বে দেখা যাবে, সুইটির উপর বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে চলে যায় সৃজন। বর্ষার জানতে পারে পর্ণা ছাদে। সৃজনের পর্ণার কাছে চলে যায়। সে গিয়ে দেখে পর্ণা কার্নিশের ধরে দাঁড়িয়ে রয়েছে। সৃজন বুঝতে পারে পর্ণার ছাদ থেকে পড়ে যাওয়ার দৃশ্য মনে পড়ছে তাই পর্ণার কাছে চলে যায় এবং তাকে সামলে নেয়। দুজনে গল্প করতে থাকে এরপর।

পর্ণাকে সৃজন সুইটির কথা বলতে থাকে সে সুইটি তাকে ঠকিয়ে বিয়ে করেছে। তারপর আচমকাই সুইটি চিৎকার শুরু করে। পর্ণা আর সৃজন নীচে চলে যায়। সুইটিকে ফাঁসানোর জন্য সবাই মিলে প্ল্যান করে পুটকিকে সুইটির কাছে পাঠিয়ে দেয়। পুটকি বিরক্তে সুইটি পুটকিকে মারতে যায়। আর ঠিক তখনি বাধা দেয় পর্ণা।