জগদ্ধাত্রীকে হারিয়ে ফের জিত পর্ণার, ‘কোন গোপন’কে হারিয়ে বাজিমাত করল সুস্মিতা দে’র অভিনীত ধারাবাহিক ‘কথা’

টিআরপি

চলতি সপ্তাহে বাংলার টপার স্থান ফিরে পেলো না জি-বাংলার ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক। জগদ্ধাত্রীকে হারিয়ে এই সপ্তাহও টিআরপির তালিকার প্রথম স্থান দখল করল সৃজন-পর্ণা। একের পর এক ধামাকা পর্ব দেখিয়েই ছক্কা হাঁকাচ্ছে নিম ফুলের মধু।

চলতি সপ্তাহে এক লাফে নম্বর কমে গেল ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের। তাকে টপকে পঞ্চম স্থান দখল করে নিল সুস্মিতা দে’র অভিনীত ধারাবাহিক ‘কথা’। এদিকে ফের নম্বর কমল ‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের। কিছুতেই প্রথম পাঁচে জায়গা দখল করতে পারছে না সূর্য-দীপা।

নতুন ধারাবাহিক ‘বঁধুয়া’ প্রথম সপ্তাহেই টিআরপির দশের ঘরে জায়গা দখল করে নিয়েছে। প্রথমেই নবম স্থানে চলে এসেছে এই ধারাবাহিক।

এই সপ্তাহে ৮.৩ নম্বর পেয়ে বাংলার টপার ধারাবাহিক ‘নিম ফুলের মধু’, ৮.২ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছে ফুলকি, তার প্রাপ্ত নম্বর ৮.০ এবং ৭.৯ রেটিং নিয়ে চতুর্থ স্থানে ‘গীতা LLB’। পঞ্চম স্থানে কথা, তার প্রাপ্ত নম্বর ৭.৩।

প্রথম – নিম ফুলের মধু (৮.৩)

দ্বিতীয় – জগধাত্রী (৮.২)

তৃতীয় – ফুলকি (৮.০)

চতুর্থ – গীতা LLB (৭.৯)

পঞ্চম – কথা (৭.৩)

ষষ্ঠ –  কোন গোপনে মন ভেসেছে (৭.২)

সপ্তম – কার কাছে কই মনের কথা (৬.৫)

অষ্টম – অনুরাগের ছোয়া (৬.৩)

নবম – বধূয়া (৬.২) (ওপেনিং)

দশম – আলোর কোলে (৫.৭)