দ্বিগুণ অভিনয় দক্ষতা সত্ত্বেও ‘পর্ণা’ পল্লবী নয়, বাংলা সিরিয়ালের সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন ফুলকি ওরফে দিব্যানী

দিব্যানী

নিজের অভিনয় দিয়েই দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী পল্লবী শর্মা। যাকে এই মুহূর্তে নিয়মিত দেখা যাচ্ছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকে। পল্লবী প্রথম পরিচিতি পেয়েছিলেন ‘কে আপন কে পর’ ধারাবাহিকের হাত ধরে।

জবা চরিত্রে ব্যাপক খ্যাতি লাভ করেছিলেন পল্লবী। বর্তমানে পর্ণা চরিত্রে দর্শকমহলে জনপ্রিয়তা পাচ্ছেন। বলাই বাহুল্য, পল্লবীর অভিনয় দক্ষতা দারুণ। নতুন প্রজন্মের নায়িকাদের থেকে তিনি প্রচুর অভিজ্ঞ সেদিক থেকে বর্তমানে বাংলা সিরিয়ালে পল্লবী আর শ্বেতাকে এগিয়ে রাখা যায়।

কিন্তু দর্শকের বিচারে এবার পল্লবী-শ্বেতা নয়, বরং সেরা অভিনেত্রী হলেন ফুলকি ধারাবাহিকের দিব্যানী মন্ডল। সদ্য অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ এর ঘরে ঘরে বায়োস্কোপ অ্যাওয়ার্ড। টিভি ৯-এর পক্ষ থেকে কিছু সিরিয়ালের নায়িকাদের মনোনীত করা হয়েছিল আর তাদের ফুলকি কে দর্শক ভোট দিয়ে জেতান।