‘কখন দাদা থেকে বাবা হয়ে যাবে বোঝা যাবে না’, ধারাবাহিক নিয়ে মুখ খুললেন পর্ণা ওরফে পল্লবী শর্মা

নিম ফুলের মধু

বর্তমানে বেঙ্গল টপারের জায়গা দখল করে পাকাপাকিভাবে টিআরপি তালিকায় নিজের জায়গা তৈরি করে ফেলেছে জি-বাংলার হিট মেগা নিম ফুলের মধু। যার পিছনে অন্যতম অবদান রয়েছে গল্পের নায়িকা পর্ণা ওরফে অভিনেত্রী পল্লবী শর্মা।

গল্প অনুযায়ী, ভয়ংকর দুর্ঘটনায় বিগত দশ বছরের সমস্ত স্মৃতি হারিয়ে ফেলে পর্ণা। তাই বলে ধারাবাহিকে উত্তেজনায় এতটুকু খামতি দেখা যায়নি। বরং উল্টে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে এই ধারাবাহিক। সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ধারাবাহিকের চার প্রধান চরিত্র। তাদের মধ্যে ছিল পুঁটি, পর্ণা, ইশা আর সুইটি। বেশ ভালোই জমে উঠেছিল পপকর্ণ আড্ডা।

ধারাবাহিকের আগামী পর্ব গুলোতে আর কোন কোন চমক দেখতে পাবে দর্শক? প্রশ্নের উত্তরে পর্ণা জানায়, ধারাবাহিকে সেটে চলছে টানটান উত্তেজনা। কখন কার সাথে কিভাবে সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে সেটা না দেখলে বলাটা খুবই মুশকিল। ঠিক যেমন সুইটি হয়ে গেল আমার বৌদি, সৃজন হয়ে গেল দাদা আর ইশা হয়ে গেল দিদি। এই বলে নিজেই হেসে ফেলেন পর্ণা।
এমনকি দর্শকদের উদ্দেশ্যে পর্ণা জানায়, ‘কোন একটা এপিসোড মিস করলে কোথা থেকে কি হয়ে যাবে ধরতে পারবেন না। এখন সৃজন দাদা রয়েছে, কখন দাদা থেকে বাবা হয়ে যাবে বুঝতে পারবেন না।’

তাই ধারাবাহিকের নতুন নতুন চমক দেখতে চোখ রাখুন ধারাবাহিকের প্রতিটি পর্বে।