যেন যাত্রাপালা! ডাইনি সিরিজে মিমির অভিনয় নিয়ে কটাক্ষ ‘রোজগেরে গিন্নি’-র পরমার

পরমা বন্দ্যোপাধ্যায়

হইচইতে সদ্য মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ ডাইনি, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। ইতিমধ্যেই ওয়েব সিরিজ ঘিরে সাধারণ দর্শকের মুখে যথেষ্ট প্রশংসা শোনা যাচ্ছে।

তবে ওয়েব সিরিজে মিমি চক্রবর্তীর অভিনয় দেখে নিন্দার ঝড় তুলেছেন পরমা বন্দ্যোপাধ্যায়। যিনি একসময় গেম শো রোজগেরে গিন্নির উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট শেয়ার করে তাতে লেখেন-

‘হইচইঅ্যাপটা ফোন থেকে ডিলিট করে দিয়েছিলাম বহুকাল আগে। ডাইনি ওয়েব সিরিজের ভুরি ভুরি হাইপ আর কিছু ইউটিউবারের প্রশংসা শুনে আমিও ৪৯৯টাকা খরচ করে বোকা হয়ে গেলাম। মেরেকেটে এপিসোড ৩ অবধি দেখতে পেরেছি, বহু কষ্টে। তারপর ব্যস, আর না।’

‘দু’-একজন ভালো অভিনেতা আছেন, কিন্তু তাঁদের অভিনয় দেখানোর স্কোপ খুবই কম। প্রধান অভিনেত্রী এত বেশি লিপ ফিলিং করিয়েছেন যে ডায়ালগ বলতে গিয়ে ঠোঁটটা খুলছেও না ভালো করে। ইনি এক সময় গানের ওপারে সিরিয়ালের পুপে ছিলেন, আমরা এর ‘আদা’-তে মুগ্ধ হতাম, ভাবতেই কেমন লাগে!’

পরমা আরও লেখেন, ‘সিরিজটা যতটুকু দেখলাম, খুব জঘন্য লাগল। যাত্রা টাইপ। সামাজিক পালা।যাদের হইচই-এর সাবস্ক্রিপশন ফুরিয়েছে , ফাঁদে পড়ে এটা দেখার জন্য একটি পয়সাও খরচ করবেন না। শুধু শুধু পয়সা নষ্ট।’

কমেন্ট বক্সে কেউ কেউ পরমার কথার বিরোধিতা করলেও কেউ কেউ আবার সহমত প্রকাশ করেছেন।