
আজ অর্থাৎ বৃহস্পতিবার নির্ধারিত তারিখে প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপিড় তালিকা। এই দিনটির জন্য গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকেন সিরিয়ালের কলাকুশলী থেকে সিরিয়ালপ্রেমীরা। কারণ টিআরপি হল বাংলা সিরিয়ালের রিপোর্ট কার্ড। কে পেল বাংলার সিংহাসন। চলুন দেখে নেওয়া যাক এক নজরে।
গত সপ্তাহের তুলনায় নম্বর কমে গেছে জি-বাংলার পরিণীতা ধারাবাহিকের। যদিও বাংলার প্রথম স্থান নিজের মুকুটেই ধরে রেখেছে জি-বাংলার এই মেগা। অন্যদিকে এক কথায় টিআরপির তালিকায় আবারও দ্বিতীয় স্থানে জগদ্ধাত্রী। ধারাবাহিক লিপ নিলেও দর্শকের মন জয় করছেন এই পুরনো মেগা। এদিকে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ বাকিদের টেক্কা দিয়ে উঠে এলো তৃতীয় স্থানে।
চলতি সপ্তাহে প্রথম স্থান দখল করেছেন পরিণীতা, তার প্রাপ্ত নম্বর ৭.৬। দ্বিতীয় স্থানে ৭.০ নম্বর নিয়ে রয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। তৃতীয় স্থানে রয়েছেন দুটি ধারাবাহিক। জি-বাংলার ফুলকি এবং স্টার জলসার রাঙামতি তীরন্দাজ, প্রাপ্ত নম্বর ৬.৬ এবং ৬.৫ রেটিং পেয়ে চতুর্থ স্থানে রয়েছে কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিক। ৬.২ নম্বর নিয়ে পঞ্চম স্থানে গীতা এলএলবি।
প্রথম – পরিণীতা (৭.৬)
দ্বিতীয় – জগদ্ধাত্রী (৭.০)
তৃতীয় – ফুলকি । রাঙামতি (৬.৬)
চতুর্থ – কোন গোপনে মন ভেসেছে (৬.৫)
পঞ্চম – গীতা LLB (৬.২)
ষষ্ঠ – কথা । উড়ান (৫.৯)
সপ্তম – মিত্তির বাড়ি (৫.৫)
অষ্টম – গৃহপ্রবেশ (৫.৩)
নবম – আনন্দী (৫.২)
দশম – চিরসখা (৫.১)