
প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপির তালিকা। একই নম্বর নিয়ে প্রথম স্থান ধরে রাখল স্টার জলসার পরশুরাম। তবে চলতি সপ্তাহে চমক দেখালো জি-বাংলার পরিণীতা। চিরসখা রানী ভবানীকে টপকে টিআরপির দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
এদিকে দ্বিতীয় স্থান থেকে ছিটকে চতুর্থ স্থানে নেমে গেল রানী ভবানী, অন্যদিকে এক থেকে পঞ্চম স্থান জায়গা করতে পারল না ‘চিরসখা’ ধারাবাহিক। দর্শকের চোখ ছিল জি-বাংলার চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের উপর। কারণ চলতি সপ্তাহে আর্য-অপর্ণার প্রেমের প্রস্তাবের এপিসোড ছিল জমজমাট ছিল। আশা করা যাচ্ছিল এই সপ্তাহে টিআরপি পাঁচে জায়গা করে নিতে পারে এই মেগা তবে নম্বর বাড়লেও আশানুরূপ হল না চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের।
চলতি সপ্তাহে ৭.০ নম্বর নিয়ে বাংলার টপার পরশুরাম। ৬.৯ রেটিং নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পরিণীতা। ৬.৭ নম্বর নিয়ে তৃতীয় স্থানে জগদ্ধাত্রী ধারাবাহিক। ৬.৬ নম্বর নিয়ে চতুর্থ স্থানে রানী ভবানী এবং ৬.৫ নম্বর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ফুলকি।
প্রথম – পরশুরাম (৭.০)
দ্বিতীয় – পরিণীতা (৬.৯)
তৃতীয় – জগদ্ধাত্রী (৬.৭)
চতুর্থ – রাণী ভবানী (৬.৬)
পঞ্চম – ফুলকি (৬.৫)
ষষ্ঠ – রাঙ্গামতি তীরন্দাজ । চিরসখা (৬.৪)
সপ্তম – চিরদিনই তুমি যে আমার (৬.২)
অষ্টম – কথা 5.3
নবম – অনুরাগের ছোঁয়া+গৃহপ্রবেশ(15 min) (৫.১)
দশম – তুই আমার হিরো 4.7