‘বর্ষাকালে ঘরের চারিদিকে জল পড়তো’, চরম কষ্টেও নিজের পরিস্রমে আজ সিরিয়ালের নায়িকা পরিণীতার পারুল

ঈশানি চ্যাটার্জী

মাত্র কয়েক সপ্তাহ আগেই জি বাংলা প্রোডাকশন হাউজের তরফে শুরু হওয়া নতুন ধারাবাহিক ‘পরিণীতা’ ইতিমধ্যেই দর্শকের পছন্দের তালিকায় নাম লিখিয়েছে। যার কেন্দ্রীয় চরিত্র অভিনয় করছেন অভিনেত্রী ঈশানি চ্যাটার্জী ও অভিনেতা উদয় প্রতাপ সিং।

টেলিভিশনের পর্দায় এটাই ঈশানির প্রথম প্রোজেক্ট। দুর্গাপুরের মেয়ে, ঈশানি এরআগে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে মডেলিং করেছে। কাজের সূত্রে কলকাতাতে থাকছেন বহু বছর ধরে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের লেডি ব্রেবন কলেজ থেকে পড়াশুনা করেছে সে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের স্ট্রাগল লাইফের কথা শেয়ার করলেন ঈশানি। বাবা-মায়ের একমাত্র মেয়ে ঈশানি। বাবা অনেক অল্প বয়সে মারা যাওয়ায়, সেখান থেকেই মা এবং ঈশানির লড়াই শুরু হয়।

একটি ছোট্ট স্টলের মত এক কামরার ঘরে তিনজন মিলে থাকতেন তারা। বাবা প্রথমে ইলেকট্রিকের কাজ করতেন, তাদের একটি দোকানও ছিল। কিন্তু একটা সময় দোকান চলে যাওয়ায় বিভিন্ন কন্টাক্টের কাজ করতেন ঈশানির বাবা। পাশাপাশি ঈশানির মা সেলাইয়ের কাজ করতেন। এখনও তিনি সেই কাজই করেন। তার বাবার স্বপ্ন ছিল একটা বড় ঘর করার, যদিও সেই স্বপ্ন পূরণের আগেই তার বাবা মারা যান।

ঈশানির কথায়, ‘তার বাবা-মা কোনদিন অভাব বুঝতে দেয়নি। ভালো স্কুলে পড়িয়েছে, ভালো কলেজে পড়িয়েছে, মা নিজে তার সঞ্চয়ের টাকায় ঘর করেছে। মা দুর্গাপুরেই থাকে, কাজের সুত্রে আমি কলকাতায় আছি।’

ঈশানির কথায় জানা যায় কতটা কষ্ট করলে সফলতাও মুখ ফেরাতে পারে না। অভিনেত্রী জানায়, বর্ষাকাল এলেই তাদের আতঙ্কে থাকতে হত, জল পরে চারিদিক না ভেসে যায়। টিনের ঘরের জন্য চারিদিকে বালতি পেতে রাখতে হত। কারণ নতুন ঘর বানানোর সামর্থ্য তাদের ছিল না। এভাবেই কঠিন পরিস্থিতি পেরিয়ে আজ দর্শকের কাছে ‘পরিণীতা’ হয়ে উঠেছেন ঈশানি।